কোচবিহার:- রহস্যময় আবেদন আবেদনপত্র জমা দিতে ভির মাথাভাঙ্গা পোস্ট অফিসে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাতে উপচে পড়া ভিড় মাথাভাঙ্গা পোস্ট অফিসে। তবে কিসের চিঠি এ বিষয়ে সঠিক ধারনাই নেই চিঠি প্রেরক দের। কেউ বলছে চিঠি পাঠালে নারায়নী সেনায় তাদের চাকরি হবে কেউ আবার বলছে নারায়ণী সেনাকে ইন্ডিয়ান প্যারা মিলিটারি ফোর্সের অন্তর্ভুক্ত করা জন্য এই চিঠি। বয়স সীমা উপেক্ষা করে চাকরির আশায় ভোর চারটা থেকেই লাইনে দাড়িয়ে আছে অনেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়ও। কি কারণে লাইনে দাঁড়িয়ে আছেন আর চিঠি পাঠালে কি হবে এটাও জানা নেই লাইনে দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তির। বিভিন্ন ফর্ম সেন্টার , জেরক্স এর দোকান সব জায়গাতেই মিলছে ফর্ম কোথাও ফর্ম নিতে খরচ হচ্ছে ২০টাকা আবার কেউ কেউ ঐ ফর্মই জেরক্স করেই কাজ সারছে ৫ টাকাতে। মাথাভাঙ্গা পোস্ট অফিসের পোস্ট মাস্টার আশুতোষ পাল জানান কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীকে নারায়ণী সেনার জন্য চিঠি পাঠাতে উপচে পড়া ভিড় হচ্ছে পোস্ট অফিসে। কোনরকম কাজ করা যাচ্ছে না। গতকাল ভিড় সামাল দিতে পুলিশের সহযোগিতা নিতে হয়েছিল।
Home বাংলা উত্তর বাংলা রহস্যময় আবেদন আবেদনপত্র জমা দিতে ভির মাথাভাঙ্গা পোস্ট অফিসে । প্রধানমন্ত্রী নরেন্দ্র...