মালদা, ২৬ মে । রহস্যজনক অবস্থায় রেল কর্মী বাবা এবং তার মেয়ের মৃতদেহ কোয়ার্টার থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়ে তদন্তে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । পরে ওই এলাকায় পৌঁছায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস । আচমকা বাবা ও মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মার্কেট পাঠানো ব্যবস্থা করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শম্ভুনাথ চৌধুরী(৫০) ও মেয়ে শলি কিরণ চৌধুরী (২৭)। ঝলঝলিয়া রেল কলোনি এলাকার কোয়ার্টারে বাবা মেয়ে দুজনেই থাকতেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর রহস্যজনক অবস্থায় রেল কর্মী বাবা এবং তার মেয়ের মৃতদেহ কোয়ার্টার থেকে উদ্ধারের...