রশিদপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হলো বুনিয়াদপুর টাউন ও বংশীহারী ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
প্রতি বছরের মতো এবছরও বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে
বিশ্বকর্মা পূজা করা হয় বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে। এই পূজা কে কেন্দ্র করে বুনিয়াদপুর শহরে করা হয় দুই দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বকর্মা পুজার পরের দিন বৃস্পতিবার বেলা ১১ টা নাগাদ রশিদপুর গ্রামীন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে হাতে ফল বিতরণ করা হয়। এদিনের এই ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর শহরের চেয়ারপারসন কমল সরকার, গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র, বুনিয়াদপুর টাউন মন্ডলের সভাপতি বিশ্বনাথ সরকার, বুনিয়াদপুর শহর শ্রমিক সংগঠনের সভাপতি তন্ময় সরকার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।এছাড়াও এখাদিন কর্মসূচি রয়েছে পুজাকে কেন্দ্র করে।
এই বিষয়ে সরকারী আইনজীবী চিরঞ্জিত মিত্র ও চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন আমাদের বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের মত এই বছরও আমরা বিশ্বকর্মা পূজা করে থাকি। এছাড়াও ফল বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠান অমরা করে থাকি বুনিয়াদপুর শহর জুড়ে। আজকে রশিদপুর গ্রামীন হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হচ্ছে।