রশিদপুর গ্রামীণ হাসপাতালে ২৫ কেভিএ ডিজেল জেনারেটরের উদ্বোধন, শীঘ্রই হবে ১০০ বেডের ব্যবস্থা
শীতল চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর১২ জুলাই, বুনিয়াদপুর
দীর্ঘদিনের অপেক্ষার অবসান।শনিবার রশিদপুর গ্রামীণ হাসপাতালে ২৫কেভিএ ক্ষমতাসম্পন্ন ডিজেল জেনারেটরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। পাশাপাশি, হাসপাতালটিকে শীঘ্রই ১০০ বেডে রূপান্তর করার আশ্বাস দিলেন তিনি ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস।
এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেটরের ফিতা কেটে উদ্বোধন করা হয়।এছাড়াও হাসপাতাল চত্বরকে আলোকিত করতে পৌরসভার পক্ষ থেকে একটি হাই মাস্ট লাইট বসানো হয়েছে, যার উদ্বোধনও করেন মন্ত্রী।
রশিদপুর গ্রামীণ হাসপাতালটি পূর্বে ১৫বেড নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ৩০বেডে পরিষেবা প্রদান করছে। তবে দিন দিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড সঙ্কট তৈরি হচ্ছিল। অনেক সময় রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছিল। এই পরিস্থিতিতে ১০০বেডের নতুন ব্যবস্থার ঘোষণা শহরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকার, বংশীহারী বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বিশিষ্ট সমাজসেবী সাবর্দুল মিত্র, বিএমওএইচ ডা. পুলকেশ সহ বহু তৃণমূল কর্মী-সমর্থক।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “মাত্র দুই-চার মিনিট বিদ্যুৎ না থাকলেও রোগীরা সমস্যায় পড়তেন। সেই কারণেই আমরা জেনারেটরের ব্যবস্থা করেছি। পাশাপাশি ৩০ বেডের হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করার কাজ দ্রুত শুরু হবে।”
রশিদপুর হাসপাতালের জেনারেটর ও ভবিষ্যৎ সম্প্রসারণের এই উদ্যোগকে ঘিরে বুনিয়াদপুর শহরজুড়ে খুশির হাওয়া।