কোচবিহার:-রবিবার শীতলকুচির পাঠানতুলি গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা যায় মৃত যুবকের নাম কৈলাশ বর্মন(২৮)।পরিবার সূত্রে খবর , চাকরির জন্য টাকা দিয়ে চাকরি না হওয়ায় এখন মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক ।ঘটনার খবর পেয়ে শিতলকুচি থানার পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে পোস্ট মার্ডম মাথাভাঙা মহাকুমা হাসপাতাল নিয়ে যায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।
মৃত যুবকের বাবা প্রফুল্ল কুমার বর্মন বলেন প্রাইমারি শিক্ষকের চাকরির জন্য ৬লক্ষ্য টাকা দেওয়া হয়েছিল । কিন্তু চাকরি না হওয়ায় মানসিক ও অবসাদে আত্মঘাতী হয়েছে বলে তার ছেলে তাদের অনুমান ।যদিও টাকাটা কাকে দেওয়া হয়েছে সে বিষয়ে পরিষ্কার ভাবে তিনি কিছু বলতে চাননি ।তবে তাদের এক আত্মীয়র মাধ্যমে কলকাতার কাউকে টাকা দিয়েছিলেন বলে জানান তিনি ।