রবিবার শিলিগুড়ি এসে পৌঁছালো সৎপাল রাইয়ের কফিন বন্দী দেহ।এদিন দুপুরে দিল্লি থেকে শিলিগুড়ি এসে পৌঁছায় মরদেহ।

0
333

শিলিগুড়ি:-তামিলনাড়ুর কুন্নুরে দু্র্ঘটনার কবলে পড়ে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের চপার।মৃত্যু হয় তাতে থাকা ১৩ জনের।সস্ত্রীক বিপিন রাওয়াত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন সেনা নায়কের দীর্ঘদিনের ব্যক্তিগত দেহরক্ষী অর্থাৎ বাংলার সৎপাল।রবিবার শিলিগুড়ি এসে পৌঁছালো সৎপাল রাইয়ের কফিন বন্দী দেহ।এদিন দুপুরে দিল্লি থেকে শিলিগুড়ি এসে পৌঁছায় মরদেহ।রাজ্য সরকারের পক্ষ থেকে দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা নিহত সেনাকর্মী সৎপাল রাইকে শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজির ছিল শিলিগুড়ি প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।তিনি বলেন,রাজ্য সরকারকের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানালাম।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই তার বাড়ীতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছি।দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত সৎপাল রাইকে শ্রদ্ধা জানানোর পর জানান,অনেক বড় ক্ষতি হল দেশের যে ১৩জন মারা গেছে ভগবান তাদের আত্মার শান্তি দিক।পাশাপাশি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন দার্জিলিং জেলার সাংসদ রাজু বৃষ্ট,দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ,ডিসিপি (ওয়েস্ট) জয় টুডু,এসডিও (শিলিগুড়ি) শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here