রায়গঞ্জ:-রবিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শনে এলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। তার এই পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নানা সমস্যার কথা নজরে আসে কানাইয়া বাবুর। সেসব সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। কথা বলেন হাসপাতালের বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে।
যদিও এদিন পরিদর্শন শেষে কানাইয়াবাবু হাসপাতালের ইমারজেন্সি গেটের সামনে লক্ষ করেন প্রচুর পরিমান পিপিই টিকিট কিট পড়ে রয়েছে স্তুপাকৃতি অবস্থায়। করোনা আবহে ইমারজেন্সি গেটের পাশে এই পরিস্থিতি দেখে ফের আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কানাইবাবু যদিও এব্যাপারে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যাপারে অতীতে বারংবার জানানো হলেও আজও সমস্যার সমাধান হয়নি। হাসপাতালের বর্জ্য নিয়ে এদিন দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজন বলেন, করোনা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। অথচ রায়গঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীন মনোভাবের কারনেই এখনও পর্যন্ত বর্জ্য ফেলার জায়গা অন্যত্র সরানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি। এদিন কানাইবাবু বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।