রথযাত্রা উৎসবের দিনে একটি সেচ্ছাসেবী সংস্থর উদ্যাগে দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্রদান, স্বাস্থ পরীক্ষা শিবির করা সহ বেশ বেশ কিছু কর্মসুচী নেওয়া হয়

0
393

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর১২জুন দক্ষিণ দিনাজপুর:-কোভিড পরিস্থতির কথা মাথায় রেখে রথযাত্রা উৎসবের দিনে একটি সেচ্ছাসেবী সংস্থর উদ্যাগে দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্রদান, স্বাস্থ পরীক্ষা শিবির করা সহ বেশ কিছু কর্মসুচী নেওয়া হয়।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নারই এলাকায় সোমবার দুপুরে ওই সংস্থার তরফে এমন কর্মসূচীর আয়োজন করা হয়েছিল।

সংস্থর তরফে জানানো হয়েছে যে, মানুষজনদের জন্য এমন সময়ে কিছু করার জন্য এমন উদ্যাগ নেওয়া হয়েছে।চেষ্টা করব আগামী দিনেও দুস্থ মানুষজনদের পাশে থাকার৷ওই সেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে এমন সহযোগীতা পেয়ে দুস্থ মানুষজন খুশি হয়েছেন৷


গঙ্গারামপুর থানার নারই এলাকায় এই সেচ্ছাসেবী সংস্থাটি বহু দিন ধরেই সমাজসেবা মুলক কাজ করে থাকেন৷কোভিড পরিস্থতির কথা মাথায় রেখে রথযাত্রা উৎসবের দিনে একটি সেচ্ছাসেবী সংস্থর উদ্যাগে দুস্থ মানুষজনদের মধ্যে বস্ত্রদান, স্বাস্থ পরীক্ষা শিবির করা সহ বেশ বেশ কিছু কর্মসুচী নেওয়া হয়৷

সেখানেই দুস্থ প্রায় বহু মানুষজনদের হাতে সংস্থার তরফে বস্ত্রদান, স্বাস্থ পরীক্ষা শিবির করা সহ বেশ বেশ কিছু জিনিসপত্র তুলে দিয়ে কর্মসুচী নেওয়া হয়।সেখানে সংস্থার সদস্য দীপক কুমার দাস, হরিপদ শীল সহ সংস্থার তরফে আরো অনেকেই উপস্থিত ছিলেন। সেচ্ছাসেবী সংস্থার সদস্য, দ্বীপক কুমার দাস, হরিপদ শীলেরা জানিয়াছেন, সংস্থার তরফে এমন উদ্যাগ নেওয়া হয়েছে, তা আগামী দিনেও এমন সহযোগীতা করার চেষ্টা করব।


সাহায্য পাওয়া বাসিন্দা জানিয়েছেন এমন সহযোগীতা পেয়ে অনেকটাই উপকৃত হলাম৷

ধন্যবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here