“রঘু ডাকাত” প্রমোশন নিয়ে দেব-ময় বালুরঘাট, রাত পোহালেই সীমান্ত শহরে নামছে তারকাদের ঢল
বালুরঘাট, ৫ সেপ্টেম্বর —- দেব উন্মাদনা বালুরঘাটে! তবে সাংসদ বা রাজনৈতিক ভূমিকায় নয়, দেবের অভিনীত রঘু ডাকাত সিনেমার প্রমোশন অনুষ্ঠান নিয়েই এবারে বালুরঘাটে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। যার সাথে হাজির থাকবেন ওই সিনেমার অভিনেত্রী, গায়ক, প্রযোজক থেকে শুরু করে এক ঝাঁক বিশিষ্টজনেরা। শনিবার বিকেলে বালুরঘাটের উত্তমাশা এলাকায় অবস্থিত পুরনো আদর্শ স্কুলের মাঠে সেই অনুষ্ঠানকে ঘিরেই ঢল নামবে তার হাজার হাজার ভক্তদের। ঢল নামতে চলেছে দূর দুরান্ত থেকে ছুটে আসা নানা ছোট-বড় ইউটিউবার, ব্লগার থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষীদের। শুক্রবার দুপুরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান কোচবিহারের অন্যতম খ্যাতনামা ইউটিউবার উজ্জ্বল বর্মন। তার কথায় দেব দা রঘু ডাকাত সিনেমার প্রমোশন অনুষ্ঠান করতেই বালুরঘাটে আসছেন। কোনরকম টিকিট ছাড়ায় সকলে দেখতে পারবে এই অনুষ্ঠানটি। এদিকে টলিউড সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবের আগমনে শহরজুড়ে নিরাপত্তা আঁটোসাটো করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসনও। মাঠের বিভিন্ন প্রান্তে ব্যারিকেড রাখবার পাশাপাশি শহরজুড়ে যান নিয়ন্ত্রণ ও অনুষ্ঠানে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি রুখতে শতাধিক পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার কে মাঠে নামানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ। অন্যদিকে রঘু ডাকাত সিনেমার প্রমোশন অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি জানিয়েছেন, “বালুরঘাটের মানুষের জন্য এ এক গর্বের মুহূর্ত। শহরের একজন অভিভাবক হিসেবে আমি চাই অনুষ্ঠানটি সফল হোক।”
সব মিলিয়ে শনিবার দেবের আগমনে বালুরঘাটে নেমে আসবে উৎসবের ঢেউ। তারকার ছটায় ঝলমল করে উঠতে চলেছে সীমান্ত শহর।