রক্ষনাবেক্ষনের অভাবে ধুকছে বালুরঘাট পৌর বাসস্ট্যান্ডের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়

0
304

রক্ষনাবেক্ষনের অভাবে ধুকছে বালুরঘাট পৌর বাসস্ট্যান্ডের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়, বিকল স্বয়ংক্রিয় দরজাও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ জুলাই–––  রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে বালুরঘাট পৌরসভা নির্মিত বাসস্ট্যান্ডের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয় । বিকল হয়ে পড়েছে যাত্রী প্রতিক্ষালয়ের স্বয়ংক্রিয় দরজাও । ফলে গরমের মধ্যে যাত্রীদের তেমন দেখা মিলছে না ওই যাত্রী প্রতিক্ষালয়ে ।  অভিযোগ পৌরসভার উদাসীনতার কারণেই এমন বেহাল অবস্থা ওই যাত্রী প্রতিক্ষালয়ের । এদিন যাত্রী প্রতিক্ষালয়ে আসা এক যাত্রী জানিয়েছেন এসি বিকল হয়ে রয়েছে । ফ্যান ঘুরছে । জানা যায়, ২০১৭ সালের অক্টোবর মাসে বালুরঘাট পৌর বাসস্ট্যান্ডে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়টি। বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের অপেক্ষার জন্য কুড়ি মিনিট করে সময় মিলত সেখানে বসবার । কিছু দিন ঠিক ঠাক চললেও ধিরে ধিরে উপযুক্ত দেখভালের বিকল হয়ে পড়ে এসি মেশিন । নষ্ট হয়ে যায় প্রতিক্ষালয়ের স্বয়ংক্রিয় দরজাও । শহরবাসীর অভিযোগ, পুরসভার উদাসীনতার কারনেই  এমন পরিস্থিতি । 
ঘটনা প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, এসিগুলি রক্ষণাবেক্ষণের কাজ চলছে । দ্রুত ঠিক হয়ে যাবে  ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here