রক্ষকই যখন ভক্ষক! সরকারি নিয়ম ভেঙে হাসপাতালের ভেতরে তারস্বরে মাইক বাজিয়ে বিএম এইচ এর স্ত্রীর যোগাসন চলল বুনিয়াদপুরে। ভাইরাল ভিডিও, নিন্দার ঝড় শহরে। প্রতিবাদে সরব রাজনৈতিক দলের নেতৃত্বরা, যদিও অন্যায় দেখছেন না চেয়ারম্যান , বিএম এইচ , ও তার স্ত্রী

0
344

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর 22,জুন দক্ষিণ দিনাজপুর ——- খোদ আইনের রক্ষকই যখন ভক্ষক। সরকারী নিয়ম ভেঙে হাসপাতালের মধ্যে তারস্বরে বাজলো মাইক। নিয়ম ভেঙে হিন্দি গানের সুরে যোগাসন সারলেন খোদ রশিদপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের স্ত্রী। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে শহরে। আইন কে বুড়ো আঙুল দেখিয়ে চলা এমন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতর্কে জড়িয়েছেন খোদ বুনিয়াদপুর  পৌরসভার চেয়ারম্যানও। ঘটনাকে ঘিরে আলোড়ন পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এমন ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন  বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।যদিও এই বিষয়টি নিয়ে দোষের কিছু দেখছেন না খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ও তার স্ত্রী। 

    উল্লেখ্য  সোমবার সকালে বংশীহারী ব্লকের রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তরফে আয়োজন করা হয়েছিল যোগ দিবসের।সেখানেই হাসপাতালের গেটের সামনে   তারস্বরে বাজানো হয়েছিল হিন্দি সিনেমার গান। আর সেই গানের তালে যোগাসন করতে দেখা গিয়েছিল খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকের  স্ত্রীকে। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পুলকেশ সাহা সহ বিশিষ্টজনেরা।আর সেই ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। তবে খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক এর স্ত্রী হাসপাতালের  ভিতরে নিয়ম ভেঙে কিভাবে তারস্বরে মাইক বাজিয়ে যোগাসন করছিলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। আইনের রক্ষকরাই যদি এমনভাবে আইন ভাঙে তবে সাধারণ মানুষ কোথায় যাবে?  গোটা বুনিয়াদপুর শহরজুড়ে এখন এই প্রশ্নেই সরব হয়েছেন প্রায় সকলেই। উঠেছে বিতর্ক পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিকে ঘিরেও।

   জানা যায় মঙ্গলবার রশিদপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল যোগ দিবস রশিদপুর গ্রামীণ হাসপাতালে। আর সেই মঞ্চে উপস্থিত ছিলেন বহু গুণী মানুষজনেরা। আর সেখানেই ঘটে বিপত্তি খোদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক এর স্ত্রীর যোগাসন কে ঘিরে। যেখানে তারস্বরে মাইক বাজিয়ে হিন্দি গানের সুরে যোগা করতে দেখা গেছে তাকে। যদিও এনিয়ে কোন দোষই দেখছেন না তারা।

 এবিষয়ে এক এলাকাবাসী বাপ্পাদীপ্ত দে  অভিযোগ করে জানিয়েছেন,সম্প্রতি  একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক এর স্ত্রীকে তারস্বরে মাইক বাজিয়ে  হিন্দি গানের তালে যোগা করতে। এটা আমাদের সংস্কৃতি নয়। উনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন বলেই আমরা মনে করছি। আমরা চাই আগামী দিনে যাতে এই ধরনের জিনিস আর দেখতে না হয়। সেখানে খোদ পৌর প্রশাসক বসে আছেন , ঠিক সেই মঞ্চেই কি করে ব্লক স্বাস্থ্য আধিকারিক এর স্ত্রী এই ধরনের কাজ করতে পারেন সেটাই ভাবাচ্ছে আমাদের। প্রশাসনকে বলবো হাসপাতালের ভেতরে বহু মুহুর্ষ রোগীরা ভর্তি থাকেন। আর সেইখানে কি করে লাউডস্পিকারে হিন্দি সিনেমার গান বাজিয়ে এ ধরনের কাজকর্ম চলে। আমরা চাই প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

 ঘটনা নিয়ে সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন ও বিজেপি নেতা সুপ্রিয় দত্ত চরম ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন ,আমরা অনুষ্টানে  গিয়েছিলাম ঠিকই। কিন্তু সেটা যোগ দিবস পালনের অনুষ্ঠান ছিল। এবারে সেই যোগ দিবসে কোন গান চলবে  সেটার উপর আমরা কোন রকম ধ্যান দেয়নি।

এবিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা  ও তার স্ত্রী জানিয়েছেন, এটা একটা যোগার  উপরে ডান্স করা হয়েছে। সেই যোগা ডান্স এ আমার স্ত্রী নিজে অংশগ্রহণ  করেছিল সঙ্গে আরো অনেকেই করেছিল।এতে অন্যায়ের কি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here