“রক্ত দিল ১৫০ জন, ফিরল ৩৯টি ফোন—বালুরঘাট থানায় দায়বদ্ধতার উৎসব!”

0
178

“রক্ত দিল ১৫০ জন, ফিরল ৩৯টি ফোন—বালুরঘাট থানায় দায়বদ্ধতার উৎসব!”

বালুরঘাট, ২৮ মে —— কেবল আইন রক্ষাই নয়, পুলিশও পারে হৃদয় জয়ে। বুধবার তারই জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রইল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায়। রক্তে লেখা হল জীবনদানের গল্প, আর হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে ফুটিয়ে তোলা হল কর্তব্যবোধের মানবিক প্রতিচ্ছবি।

জেলা পুলিশ ও বালুরঘাট থানার যৌথ আয়োজনে থানার প্রাঙ্গণে এদিন এক ব্যতিক্রমী অনুষ্ঠানে ১৫০ জন অংশ নেন রক্তদানে। পাশাপাশি ৩৯ জন নাগরিকের হাতে তুলে দেওয়া হয় তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন—যা নিখোঁজ ছিল বিভিন্ন সময়ে। প্রত্যেকটি ফোন নিজ নিজ প্রাপকের কাছে ফিরিয়ে দিয়ে যে স্বস্তি ও বিস্ময় তৈরি হয়, তা চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে উপস্থিত জনতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ ও আরও বহু পুলিশ আধিকারিক। পুলিশ সুপারের কথায়, “আইন রক্ষা তো করিই, তবে মানুষের প্রতি দায়বদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি তারই প্রমাণ।”

একদিনে দুই দায়িত্ব—রক্তে জীবন রক্ষা আর প্রযুক্তির ছোঁয়ায় জনভরসা ফিরিয়ে আনা—এই ভাবনাই বালুরঘাট থানার উদ্যোগকে অন্য উচ্চতায় পৌঁছে দিল। নিঃশব্দে বয়ে গেল এক আশ্বাস—পুলিশ আছে পাশে, হৃদয়ের কাছাকাছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here