যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার জেলার সেণ্ট্রাল ডুয়ার্স এলাকা।

0
30

আলিপুরদুয়ার : যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার জেলার সেণ্ট্রাল ডুয়ার্স এলাকা। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি ও এলাকায় ভারী বর্ষণের ফলে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা পানা নদী। নদীর দুধারে সকাল থেকে আটকে বহু জনগণ ও গাড়ি সবাই অপেক্ষায় রয়েছে কখন জল কমবে কখন আবার যাতায়াত করতে পারবে।


সেণ্ট্রাল ডুয়ার্স গামী পানা নদীতে অর্ধেক অংশে সেতু নেই আর এর ফলে প্রতি বছর বর্ষায় সমস্যায় পড়ে সেণ্ট্রাল ডুয়ার্সের প্রায় পঁচিশ হাজার বাসিন্দা। কেননা ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই খরস্রোতা পানা নদী ফুলেফেঁপে উঠে তখন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিন ও অনেক স্কুল ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে নাই তারা নদীর তীরে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করে অবশেষে ঘরে ফিরে গেছে। কবে পানা নদীতে পুরো অংশে সেতু হবে আর এলাকার বাসিন্দা দের এই সমস্যা সমাধান হবে এটাই প্রশ্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here