বালুরঘাট, ২৪ আগষ্ট —– রবিবার সকালে রক্তাক্ত দৃশ্যের সাক্ষী থাকল কুমারগঞ্জের বড়ম এলাকা। দ্রুতগতির একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় যাত্রীবোঝাই একটি সাফারি। মুহূর্তে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির কন্ডাক্টর সুবীর বসাকের (৩৯)। বাড়ি কুমারগঞ্জের আঙিনা এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছে একাধিক যাত্রী। যাদের দ্রুততার সাথে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট–কুমারগঞ্জ রাজ্য সড়ক। থমকে যায় যানচলাচল। পরে কুমারগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। রাস্তায় জট কাটাতেও উদ্যোগী হয় পুলিশ।
কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানান, “একজনের মৃত্যু হয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা এখনও বলা সম্ভব নয়।” হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে