কোচবিহার:- নয় দফা দাবি নিয়ে তুফানগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির। রাজ্যের একাধিক জায়গায় সোনার দোকানে একের পর এক ডাকাতি ও হামলার ঘটনায় স্বর্ণশিল্পীদের নিরাপত্তার স্বার্থে নয় দফা দাবি নিয়ে তুফানগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি তুফানগঞ্জ শাখার। মঙ্গলবার তুফানগঞ্জ স্বর্ণ শিল্পী সমিতির একদল প্রতিনিধি তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি নকুল রায়ের হাতে ডেপুটেশন পত্রটি তুলে দেন। এ বিষয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি তুফানগঞ্জ শাখার সম্পাদক জীবন কর্মকার বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্বর্ণ শিল্পী তথা স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে বিগত কয়েক মাস ধরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটছে। এই অবস্থায় তুফানগঞ্জ শাখার স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কিত তাই স্বর্ণ শিল্পীদের নিরাপত্তার স্বার্থে আজ তুফানগঞ্জ থানায় নয় দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হলো।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর নয় দফা দাবি নিয়ে তুফানগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির