রায়গঞ্জ:—যথাযথ মর্যাদার সাথে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস ও মহান শিক্ষক দিবস পালন করল তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলরগন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক দিবস উদযাপন শুরু করেন। দেবীনগরে রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রয়াত সুব্রত রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এরপর রায়গঞ্জ বানিজ্য ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ তরুন কুমার মুখার্জীর ” দেখছি-ভাবছ-লিখছি ” নামক কবিতার বই উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর যথাযথ মর্যাদার সাথে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস ও মহান শিক্ষক দিবস পালন