জলপাইগুড়ি:- মোবাইল ফোনে অনলাইন আইপিএল খেলে ঋণ ধারে জর্জরিত হয়ে আত্মহত্যা যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে, সদর ব্লকের পাতকাতা অঞ্চলের মোড়ল পাড়ার বছর ২৫ এর যুবক শাহীন আলী দীর্ঘ দিন ধরেই অনলাইন জুয়ায় মত্ত হয়ে পড়েছিলেন। পরিবারের দাবি, প্রায় ৬/৭ লক্ষ টাকা বিভিন্ন জনের কাছে ঋণী হয়ে পড়েছিলেন শাহীন। ঋণে জর্জরিত হয়ে তার বাবার শোবার ঘরে সোমবার ফাঁসি দেন। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দেহর ময়না তদন্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।