মোবাইলের দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুলসিহাটা এলাকায়।

0
251

মালদা:-মোবাইলের দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুলসিহাটা এলাকায়। একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোবাইলের যন্ত্রাংশ চুরি হয়। জানা যায় দেড় লক্ষ টাকার অধিক মোবাইল ফোন সহ মোবাইল যন্ত্রাংশ চুরি হয়েছে এদিন।

চুরির ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা শিব মন্দির পাড়া এলাকায়। জানা যায় এদিন চোরেরা দোকানের তালা ভেঙে প্রবেশ করে। দোকানের একাধিক এন্ড্রয়েড মোবাইল , মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, মোবাইল চার্জার, পেনড্রাইভ তাছাড়াও টাকা চুরি হয়। সর্বমোট দের লক্ষের অধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায়।

এদিন সকালে দোকানদারের বাবা সুরেশ ঠাকুর দোকানে ঝাড়ু দিতে এসে ঘটনাটি নজরে আসে। এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। তারপর সে দোকানের ভিতর দেখে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ বাড়ি এসে নিজের ছেলে ও পাড়া প্রতিবেশীদের জানাই।

দোকানদার আনন্দ ঠাকুর দোকানে এসে দেখে একাধিক মোবাইলসহ মোবাইলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। তিনি জানিয়েছেন দেড় লক্ষ টাকার অধিক জিনিসপত্র চুরি হয়ে গেছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন এদিন। ঘটনাটির তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।

তুলসিহাটার পঞ্চায়েত সদস্য শশী দেব পান্ডে বলেন চুরির ঘটনায় মর্মাহত। চুরির বিষয়টি থানায় জানানো হয়েছে চুরির ঘটনাটির জন্য সম্পূর্ণ তদন্ত হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here