মোটর বাইক দুর্ঘটনায় আহত হলেন তিনজন। ঘটনায় সাময়িক যানজট জলপাইগুড়ির জাতীয় সড়কে।

0
611

জলপাইগুড়ি:- মোটর বাইক দুর্ঘটনায় আহত হলেন তিনজন। ঘটনায় সাময়িক যানজট জলপাইগুড়ির জাতীয় সড়কে। বিবরণে প্রকাশ, শনিবার সকালে জলপাইগুড়ি বালা পাড়ার জাতীয় সড়কে দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় একটি বাইকে থাকা দুজন আরোহী এবং অন্য বাইকের আরেকজন আহত হন। একজনের আঘাত অধিক বলে জানা গিয়েছে। তবে তিনজনই স্থিতিশীল রয়েছেন বলে খবর। তাদের স্থানীয়রা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। একজন বাইক আরোহী সেন পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। অন্য দুইজন আরোহীর পরিচয় পাওয়া যায়নি। এদিন দুটি মোটর বাইক জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি উদ্দেশ্য যাচ্ছিল বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনার কিছুক্ষণ পরে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here