মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে বোলেরো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক

0
465

মালদা:- কাজ থেকে মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে বোলেরো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক এবং গুরুতর জখম হন এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজোল থানার ২১ মাইল এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার ও হাসপাতাল সূত্রে খবর মৃত ওই যুবকের নাম প্রবীর সরকার (২৫)। ও গুরুতর জখম যুবকের নাম চিরঞ্জিত সরকার (২৬)। দুই যুবকের বাড়ি গাজোল থানার হরিদাস এলাকায়।


মৃত ও আহত ২ যুবকের আত্মীয় মিঠুন রায় ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান এদিন তারা ইলেকট্রিকের কাজের জন্য কাস্তর এলাকায় গিয়েছিলেন সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। আসার পথে ২১ মাইল এলাকায় গাজোল বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কে একটি কুকুর চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে পিছন থেকে একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় প্রবীর সরকার এবং রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় চিরঞ্জিত সরকার। চিরঞ্জিত কে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজোল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল থানায়। উদ্ধার করে নিয়ে আসা হয় মোটরবাইকটি। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। অন্যদিকে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায় জুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here