মেয়ে দেখানোর নামে প্রতারণার ফাঁদ! মালদার যুবককে তপনে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৪ দুষ্কৃতী
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ জানুয়ারী ——- মালদা জেলার পঞ্চনন্দপুর থেকে মেয়ে দেখতে আসা এক যুবক ফিরোজ আলীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ভয়াবহ ঘটনা ঘটেছে তপনে। অভিযুক্তদের গ্রেফতার করেছে তপন থানার পুলিশ, এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার, বালুরঘাট জেলা আদালতে পেশ করা হলে, বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ফিরোজ আলী গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন মেয়ে দেখতে আসার উদ্দেশ্যে। সেখান থেকে তাকে একটি চারচাকা গাড়ি নিয়ে অপহরণ করে চার দুষ্কৃতী—আশরাফ আলী সরকার, রহিম উদ্দিন সরকার, সেরাজুল শেখ ও জাকির হোসেন সরকার। তারা ফিরোজকে তপনের একটি বাড়িতে আটকে রেখে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
টাকা দিতে অস্বীকার করায় ফিরোজ আলীকে নৃশংসভাবে মারধর করা হয়। দুষ্কৃতীরা তার মোবাইল থেকে ৯০ হাজার টাকা অনলাইনে এবং নগদ ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার পর, নির্যাতিত যুবক কোনক্রমে পুলিশের সাহায্যে মুক্তি পেয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। তপন থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধে জড়িত ছিল। সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার জানিয়েছেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানালেও বিচারক পাচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।