কোচবিহার:- মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্টার পরলো মেখলিগঞ্জ শহরে। পুরসভার ৮নং ওয়ার্ডের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় পোস্টার লাগানো হয়। পুরসভার পুরপ্রধানের পাশাপাশি মেখলিগঞ্জের বিধায়কের নামেও পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে “চেয়ারম্যানের চামরা তুলে নেবো আমরা” এছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর দাঁত ভেঙ্গে দেওয়ার হুশিয়ারি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। তবে কারা এই পোস্টার গুলো লাগিয়েছে, তা নিয়ে ধোয়াশা। পুরসভার পুরপ্রধান প্রভাত পাটনি জানিয়েছেন, “আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে। কারা সেই পোস্টার গুলো লাগিয়েছে তা পুলিশি ই সঠিক বলতে পারবে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Home বাংলা উত্তর বাংলা মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্টার পরলো মেখলিগঞ্জ শহরে।