মুখ্য মন্ত্রীর ঘোষিত ট্যাব ফোনের টাকা ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো শিক্ষার্থীরা।

0
710

শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর, ২৫জানুয়ারী:-মুখ্য মন্ত্রীর ঘোষিত ট্যাব ফোনের টাকা ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো শিক্ষার্থীরা।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছায়, পড়ে ব্যাংক ম্যানেজারের পুরো টাকা একবারের দেওয়ার আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
করোনা পরিস্থিতে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখার উদ্যেশ্যে অনলাইন ক্লাসের জন্য একটি করে ট্যাব ফোনের ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। সেই মোতাবেক শিক্ষার্থীদের মোবাইল কেনার জন্য প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে ঢুকেছে। সেই টাকা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকা তুলতে গেলে নানা অজুহাত দেখিয়ে ১০ হাজারের পরিবর্তে ২হাজার টাকা দেওয়ার অভিযোগ ওঠে। পরে ঘটনার প্রতিবাদে ডিটল থেকে পাকুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা।

এই বিষয়ে দুই শিক্ষার্থী রিপন সরকার ও রুমানা খাতুন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের ১০ হাজার টাকা করে দিয়েছেন ট্যাব মোবাইল কেনার জন্য। সেই টাকা তুলতে আসলে সমস্যায় পড়ি। ব্যাংকে থেকে জানায় দুই হাজার টাকা করে দেওয়া হবে। আমরা শুনেছি কিছুদিনের মধ্যেই অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তাই আমরা আমাদের ১০ হাজার টাকা পুরোটাই নিতে চাই। আমরা ব্যাংকে তালা মেরে রাস্তা অবরোধ করেছিলাম। এখন ব্যাঙ্ক কর্তৃপক্ষরা জানিয়েছেন প্রত্যেকের ১০ হাজার টাকা দেওয়া হবে বুথ ভিত্তিক ভাগ করে।

এ বিষয়ে আরো এলাকাবাসী এমাজ মিয়া জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের জন্য ১০হাজার টাকা করে দিয়েছেন মোবাইল কেনার জন্য, সেই টাকা ব্যাংক কর্তৃপক্ষরা একসঙ্গে না দিয়ে মাত্র ২ হাজার টাকা করে দিচ্ছিলেন। সেজন্য আমরা আন্দোলন করি ও রাস্তা অবরোধ করি।

ব্যাংক কর্তৃপক্ষ শেষে জানিয়েছেন, একসঙ্গে সবাইকে টাকা দিতে পারবোনা, বুথ ওয়াইজ ভাগ করে টাকা দেওয়া হবে, আমরা সেটাই মেনে নিয়েছি।

এ বিষয়ে রাধানগর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের ব্যাঙ্ক ম্যানেজার অসীম কুমার দেব জানিয়েছেন, আমাদের ব্যাংকে একসঙ্গে সবাইকে এতগুলো টাকা দেওয়ার ক্যাপাসিটি ছিল না, তাই আমরা ২হাজার টাকা করে দিতে চেয়েছিলাম। আমরা উপর মহল কে জানালে তারা টাকা পাঠিয়েছেন এখন আমরা বুধ ভিত্তিক ভাগ করে প্রত্যেককে পুরো ১০হাজার টাকা করে একসঙ্গে দিবো।

যদিও ব্যাংক ম্যানেজার বুধ ভিত্তিক ভাগ করে লিস্ট টাঙ্গিয়ে প্রত্যেকে টাকা দেওয়ার আশ্বাস দিলে পরে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ তুলে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here