মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পেতে ভুয়ো ভোটার কার্ড রুখতে বাড়ি বাড়ি গেলেন তৃণমূল নেতা কর্মীরা।
২৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে ভুয়ো ভোটার কার্ড রোখার নির্দেশ দেন দলীয় কর্মীদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাবার পর থেকে জেলায় জেলায় দলীয় নেতা,মন্ত্রী ভোটার কার্ড দেখতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন।
সোমবার তপন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা হজরতপুর গ্রাম পঞ্চায়েতের বাঘইট ও গোফানগর গ্রাম পঞ্চায়েত হাসনগর,শংকইর সংসদে মিছিল করে বাড়ি বাড়ি যান। এরপর ভোটার কার্ড খতিয়ে দেখেন। এদিন ভোটার কার্ড খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যান জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিপিকা রায়,জেলা সদস্য আমজাদ মন্ডল,তপন ব্লক তৃণমূল কংগ্রেস (গঙ্গারামপুর বিধানসভা ) সভাপতি সমীর রাহা,তপন ব্লক তৃণমূল কংগ্রেসের (তপন বিধানসভা) সভাপতি সুব্রত ধর,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন প্রমুখ।

















