মুখ্যমন্ত্রী কে অপমান! বালুরঘাটে তৃণমূলের ধিক্কার মিছিলের সুকান্তর কুশপুতুল দাহ

0
141

মুখ্যমন্ত্রী কে অপমান! বালুরঘাটে তৃণমূলের ধিক্কার মিছিলের সুকান্তর কুশপুতুল দাহ, জুতো পেটা মহিলাদের

বালুরঘাট, ৩১ মে —- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে উত্তাল বালুরঘাট। শনিবার বিকেলে শহরের দীপালীনগর এলাকায় সাংসদ সুকান্ত মজুমদারের কার্যালয়ের সামনে তাঁর কুশপুতুল দাহ করে তৃণমূল কর্মীরা। পুতুলে জুতোর মালা পরিয়ে, তাতে জুতো চালিয়ে ক্ষোভ উগরে দেন একাধিক মহিলা সমর্থকও। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তৃণমূলের অভিযোগ, শুক্রবার একটি সংবাদমাধ্যমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন ভাষায় মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তারই প্রতিবাদে শনিবার তৃণমূল কংগ্রেস শহরে ধিক্কার মিছিল বের করে। থানা মোড় থেকে শুরু হয়ে দীপালীনগর পর্যন্ত মিছিলটিতে অংশ নেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আশোক মিত্র, তৃণমূল নেতা প্রীতম রাম মন্ডল, সুভাষ চাকি, বিপ্লব খা-সহ একাধিক নেতৃত্ব।

বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, “সুকান্ত মজুমদার এমন এক দলের প্রতিনিধি, যারা নারীদের অপমান করতেই শেখায়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন সবচেয়ে বেশি।” তাঁর দাবি, এই ভাষাগত অসভ্যতার জবাব মানুষ দেবে।

তবে বিজেপির তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here