মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পৌরসভা নিয়ে একটি শব্দও খরচ করলেন না চাচোল এর তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।

0
280

মালদা:-মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পৌরসভা নিয়ে একটি শব্দও খরচ করলেন না চাচোল এর তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ চাচোল পৌরসভা নির্বাচনে চমক ছাড়া আর কিছুই নয়। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর সাথে 15 দিন আগেই কথা হয়েছে দ্রুত চাচোল পৌরসভা তৈরি হবে দাবি নিহার রঞ্জন ঘোষের। যদিও প্রশাসনিক বৈঠকের পুরসভা নিয়ে কোনো মন্তব্য না করাই হতাশ চাচোল এর বাসিন্দারা। 

                                 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পৌরসভা তৈরি করার কথা ঘোষণা করেন তৎকালীন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দীর্ঘদিনের দাবি মিথ্যে চলায় আশায় বুক বেঁধেছিলেন বাসিন্দারা। এমনকি সম্প্রতি চাচোল বাস ডিপোর উদ্বোধন করতে এসে চাচোল পৌরসভার তৈরি করা হবে বলে দাবি করেন ফিরহাদ হাকিম। পুরসভার তৈরীর জন্য কিছুদিন সময় চেয়ে নেন তিনি। বুধবার মালদায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বিধায়কদের দাবি-দাওয়া শোনেন তিনি। যদিও বক্তব্য রাখতে গিয়ে চাচোল পৌরসভার জন্য একটি ও শব্দ খরচ করেন নি চাচোল এর তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। আর এই নিয়ে শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।

 বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি সুমিত সরকার বলেন, চাচোল পৌরসভা নির্বাচনে চমক ছাড়া কিছুই নয়। চাচোল এর মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিধায়ক। মনে হয়না চাচোল পৌরসভার স্বপ্ন কোনদিন পূরণ হবে। হতাশ মালদার চাচোল এর বাসিন্দারাও। 

যদিও তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এর দাবি, 15 দিন আগেই অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী সাথে চাচোল পৌরসভা নিয়ে কথা হয়েছে। স্ত্রী দ্রুত পৌরসভা করার আশ্বাস দিয়েছেন। পুনরায় বৈঠকে একই দাবি করা সঠিক নয়। চাচোল পৌরসভা হবে না বলে যারা বলছেন তারা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here