মুখ্যমন্ত্রীর জেলা সফর এবং বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ নিয়ে দুই দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

0
400

মালদা,৩ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর জেলা সফর এবং বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ নিয়ে দুই দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।


এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, মন্ত্রী বিপ্লব মিত্র, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।


মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তিন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। এর পাশাপাশি তিনি বলেন চলতি মাসে মালদা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখে তিনি মালদায় পৌঁছাবেন ৮ তারিখ পর্যন্ত তার সফরসূচি রয়েছে। তার কাছে কি কি প্রকল্পের আবেদন জানানো হবে তা নিয়ে তিন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here