মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে মহিলাদের নিয়ে সভা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার সভার আয়োজন করা হয় গঙ্গারামপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ,কুশমন্ডির বিধায়ক রেখা রায়,জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম আরো অনেকে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে খোঁচা দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র ভাষায় কেন্দ্রের সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি মাত্র গ্রাম দত্তক নিয়ে ছিলেন। সেই গ্রামটিও তার পাশে থাকেনি।
তিনি বলেন ৩৫ টি সাংগঠিক জেলায় আমরা তিনটি পর্যায়ে কর্মসূচি করছি। ইতিমধ্যে আমরা ১১ হাজার পাড়া বৈঠক করেছি। চলে পালটাই মিছিল করা হচ্ছে। তিনি বলেন আমাদের সারা বছর জনসংযোগ থাকে। কিন্তু আমাদের দেখে অনেকে গ্রাম সংযোগ করছেন।
কেন্দ্র সরকারকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,মেয়েদের সম্মানের জন্য কেন্দ্রের সরকার কী করেছে? বললে বলবে বেটি পড়াও, বেটি বাঁচাও করেছে। কিন্তু কেউ এক পয়সাও পাইনি। শুধু বিঞ্জাপন সংস্থাকে টাকা পাইয়ে দেবার জন্য সচেতনতার পাঠ পড়াচ্ছে। কিন্তু কন্যাশ্রী আজকে বিশ্বসেরা হয়েছে। কন্যাশ্রী আজকে দেখিয়ে দিয়েছে মেয়েদের পাশে কীভাবে থাকতে পারে।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন,রাজ্যের বিরোধী দল নেতা সহ বিজেপি নেতারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করছে। তার প্রতিবাদ আমাদের করতে হবে। মানুষের কাছে পৌঁচ্ছেতে হবে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে মহিলাদের নিয়ে সভা করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা মহিলা...