মুখে হরে কৃষ্ণ নাম, মোটরবাইক চালিয়ে দূর দূরান্তে জগৎ বাবু

0
66

মুখে হরে কৃষ্ণ নাম, মোটরবাইক চালিয়ে দূর দূরান্তে জগৎ বাবু – সাধুবাদ জানালেন সাংসদসহ এলাকাবাসী
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২০ আগস্ট,দক্ষিণ দিনাজপুর
।অভিনব এক প্রচার পদ্ধতিতে হরে কৃষ্ণ নাম ছড়িয়ে দিচ্ছেন উত্তর দিনাজপুরের ইটাহারের দুর্গাপুর গ্রামের বাসিন্দা জগত রায়। একটানা দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দু’হাত তুলে চৈতন্যরূপে হরে কৃষ্ণ নাম করতে করতে কয়েক শতাধিক কিলোমিটার পথ অতিক্রম করছেন ইতিমধ্যেই।বুধবার সকালেও তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহারের দুর্গাপুর থেকে রওনা হয়ে ১১৮ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে পৌঁছালেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রামের আশ্রমে।পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয়রা অবাক দৃষ্টিতে তার এই অভিনব উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।
জগত বাবুর দাবি, এত বছর ধরে এভাবে ভ্রমণ করলেও কখনও দুর্ঘটনার মুখোমুখি হননি। তার কথায়— “প্রথমে মাঠে চর্চা করেছি, ধীরে ধীরে গাড়ি নিয়ন্ত্রণে এসেছে। মুখে হরে কৃষ্ণ নাম জপতেই বহুদূর চলে যাই। সবই সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা”
জগত বাবুর পরিবার সূত্রের খবর,পরিবারে তিন ছেলে থাকলেও তিনি একটু আলাদা ভাবেই সেখানে থাকেন। সামান্য জমিতে চাষাবাদ করেন এবং মেলা-ঘাটে কাঠের আসবাবপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।সেই অর্থেই বাইকের তেল জোগাড় করে এক আশ্রম থেকে অন্য আশ্রমে ভ্রমণ করেন তিনি।
স্থানীয় এক গাড়িচালক উৎপল দাস বলেন— “হাত ছেড়েও যে মোটরবাইক চালানো যায় তা জগত বাবুই দেখালেন।হরিনাম করতে করতে তার ভ্রমণ সত্যিই অনন্য।”
জেলার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারও জগত বাবুর উদ্যোগের প্রশংসা করে বলেন— “মুখে হরি নাম নিয়ে এমন অভিনব প্রচার সত্যিই অনুপ্রেরণাদায়ক। উনি আরও এগিয়ে যাক— সেই প্রার্থনা করি।”
আগামী দিনে নবদ্বীপে গিয়ে নাম সংকীর্তনের পরিকল্পনা রয়েছে জগত বাবুর। আর ততদিন হরে কৃষ্ণ নাম প্রচারে এই ‘চলমান কীর্তনী’কে মোটরসাইকেলেই দেখা যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here