উত্তর দিনাজপুর:—-মিলাদ উল নবির শোভাযাত্রার গাড়িতে কেলভিন লাইনের তারের সংযোগে ইসলামপুরের
শিয়ালতোর এলাকায় দুই শিশুর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঘটনার জেরে একাধিক মানুষ গুরুতর জখম হওয়ায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি গুরুতর জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক ছয় জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শিলিগুড়িতে স্থানান্তর করেছে। বাকি গুরুতর জখম পাঁচ জন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়েই ইসলামপুর ব্লক তৃনমুল সভাপতি জাকির হুসেন, গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্য শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানুর প্রতিনিধি জাভেদ আখতার সহ একে একে বিভিন্ন জনপ্রতিনিধিরা ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছান। জানা গিয়েছে, ইসলামপুর থানার শিয়ালতোর এলাকার বাইপাস সড়কে মিলাদ উল নবির শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় গাড়িতে থাকা কাঁচা বাঁশ সড়কের উপরে থাকা কেলভিন লাইনের তারে সংযোগ হতেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক শিশু মারা যায় এবং অপর শিশুকে হাসপাতালে আনার পথেই মারা গিয়েছে বলে জানা গিয়েছে। বিহারের উদ্গারা এলাকার বাসিন্দা অঞ্জলি খাতুন (১২) এবং শিয়ালতোর এলাকার বাসিন্দা রোয়াব আলী (১২) দুজনেই ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়াও মন্ত্রী থেকে বিধায়ক প্রত্যেকেই ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ আনার পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবী জানিয়েছেন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মিলাদ উল নবির শোভাযাত্রার গাড়িতে কেলভিন লাইনের তারের সংযোগে দুই শিশুর মৃত্যুতে...





















