মিথ্যা মামলায় আদিবাসী যুবক গ্রেফতার! ছয় দফা দাবিতে বালুরঘাটে সেঙ্গেল অভিযানের ডেপুটেশন
বালুরঘাট, ২৪ জুলাই —–আদিবাসী সমাজের প্রতি ‘প্রশাসনিক বৈষম্যের’ অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে উত্তাল হল বালুরঘাট। মিথ্যা মামলায় সংগঠনের সদস্য শিবলাল মার্ডিকে ফাঁসানো হয়েছে— এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পুলিশ সুপারের দপ্তরে ছয় দফা দাবিতে ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান।
সংগঠনের সভাপতি পরিমল মার্ডি জানিয়েছেন, “শিবলালকে রাজনৈতিক চক্রান্তে ফাঁসানো হয়েছে। তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছি। শুধু তাই নয়, আদিবাসী সমাজকে নিশানা করে প্রশাসনের একাংশ যে বিভ্রান্তিকর ভূমিকা নিচ্ছে, তারও তীব্র প্রতিবাদ করছি।”
এদিন যে ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী প্রতিনিধিরা। শিবলালের মুক্তি ছাড়াও আদিবাসী নিরাপত্তা, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশাসনিক বৈষম্যের তদন্ত ও দোষীদের শাস্তি-সহ মোট ছয় দফা দাবি পেশ করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি এক মামলায় গ্রেফতার করা হয়েছে শিবলাল মার্ডিকে। তবে আদিবাসী সংগঠনের দাবি, “এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদিবাসী স্বর আটকাতেই এমন পদক্ষেপ।”
যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।