মিঠুনের বৈঠকে মাদক পাচারের-কিংপিন! বালুরঘাটে বিজেপি নেতার ছবি ফাঁস করে বিস্ফোরক তৃণমূল—নিন্দার ঝড় জেলাজুড়ে

0
74

মিঠুনের বৈঠকে মাদক পাচারের-কিংপিন! বালুরঘাটে বিজেপি নেতার ছবি ফাঁস করে বিস্ফোরক তৃণমূল—নিন্দার ঝড় জেলাজুড়ে

বালুরঘাট, ২৬ নভেম্বর ——নিষিদ্ধ মাদক পাচার কারবারে সরাসরি জড়িত বিজেপি নেতা! ছবি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল। দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ ইয়াবা পাচারকাণ্ড যেন নতুন মোড় নিল রাজনৈতিক বিস্ফোরণে। হিলির বাসুদেবপুর অঞ্চলের বিজেপি নেতা হিসেবে পরিচিত কৃষ্ণ রবিদাস-এর গ্রেফতারের পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চলতি মাসের ৪ তারিখে বালুরঘাটে অনুষ্ঠিত বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীর কর্মী বৈঠকে তিনি সামনের সারিতে বসেছিলেন। আর ঠিক তার কয়েকদিন পরই চকভৃগু বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ প্যাকেট নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানাচ্ছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ধৃতের কাছ থেকে মিলেছে একাধিক বড় তথ্য। তদন্তকারীদের ধারণা, এলাকার প্রতিদ্বন্দ্বী কারবারিদের একের পর এক পুলিশের হাতে তুলে দিয়ে নিজস্ব মাদক-সাম্রাজ্য গড়ে তুলেছিল কৃষ্ণ। দীর্ঘদিন ধরেই এলাকায় ইয়াবা পাচারের গোপন নেটওয়ার্ক তৈরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবার গ্রেফতারের পর সেই সন্দেহই যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে।

বুধবার দুপুরে এই ঘটনার বিস্ফোরণ ঘটান বালুরঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মনি দাস। তিনি ফেসবুকে পোস্ট করেন মিঠুন চক্রবর্তীর বৈঠকে কৃষ্ণ রবিদাসের উপস্থিতির একাধিক ছবি। মুহূর্তেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। মনি দাসের অভিযোগ, এই হচ্ছে বিজেপির প্রকৃত চরিত্র। যাদের কাঁধে যুবমোর্চার দায়িত্ব, তারাই মাদক পাচারে জড়িয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যে পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে জেলায়।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসবার পর শহরজুড়ে এখন শুধু একটাই প্রশ্ন—একজন কুখ্যাত মাদক পাচারকারী কি করে বিজেপির নেতৃত্বের জায়গায় পৌঁছল?
মিঠুন চক্রবর্তীর মতো গুরুত্বপূর্ণ নেতার সভায় তিনি কীভাবে সামনের সারিতে জায়গা পেলেন?

তবে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী অভিযোগ খারিজ করে দাবি করেছেন, ধৃত ব্যক্তি দলের কোনও পদে নেই । কিন্তু তৃণমূলের প্রকাশ করা ছবি ঘিরে জল্পনা থামছে না। বরং সময় যত বাড়ছে, রাজনৈতিক চাপানউতোর যেন ততটাই জ্বলে উঠছে। এদিকে তদন্তের অগ্রগতি নিয়ে জেলায় বাড়ছে কৌতূহল। আরও কোন কোন নাম জড়িয়ে আছে এই চক্রে, তা নিয়েই এখন চরম উত্তেজনা। বালুরঘাটে কার্যত রাজনৈতিক ভূমিকম্প—ঘটনার ভবিষ্যৎ মোড়ের দিকে তাকিয়ে গোটা জেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here