পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৬ জুলাই––– জন্মের পরে হাসপাতালের বেডেই মা কে হারিয়েছে ছোট্ট লক্ষ্মী। হতদরিদ্র পরিবারে বাবা ছাড়া আর তেমন কেউই নেই বাড়িতে। তাই একমাত্র মেয়েকে কি করে রক্ষা করবেন, বা কি খাওয়াবেন এই দুশ্চিন্তায় ঘুম উড়েছিল প্রায় সকলেরই। আর সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পতিরামে ওই অসহায় শিশুটির পাশে দাড়াতে ঝাপিয়ে পড়েছিল পতিরামের একদল ছেলে মেয়েরা। ছয়মাস পেরোতেই মা হারা ছোট্ট লক্ষ্মীর অন্নপ্রাশনের দায়িত্ব নিলেন সেই পড়শিরাই ।

দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বর্ষাপাড়া এলাকার ঘটনা । বাবা দিনমজুর নিরঞ্জন হাঁসদা । অভাবের সংসার । জন্মের পরেই মা শেফালী হাঁসদার মৃত্যু হয় । তার পর থেকে মেয়েকে মানুষ করবেন কিভাবে তা নিয়ে দিশাহারা হয়ে যায় বাবা নিরঞ্জন । আর এর পরেই পতিরামের যুবক সমাজ এবং বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন ওই শিশুর দায়িত্ব নেয় । তার খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছুর খরচ বহন করেন তারা । এদিন ছয় মাস পূর্ণ হওয়ায় মহা ধুমধাম করে তার অন্নপ্রাশন পালন করা হয় বর্ষাপাড়া এলাকায়। একইসাথে এদিন ছোট্ট লক্ষ্মীকে বড় করবার সংকল্পও নিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শিশু কন্যার পিসি নমিতা হাঁসদা জানিয়েছেন, আর পাঁচজন শিশুর মতই অনুষ্ঠান করে লক্ষ্মীর অন্নপ্রাশন সম্পন্ন হয়েছে । অনেক অনেক ধন্যবাদ পতিরামের যুব সমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ।

পতিরামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বিশ্বজিৎ প্রামানিক জানিয়েছেন, অত্যন্ত দরিদ্র পরিবার । জন্মের পরেই শিশুটি তার মাকে হারিয়েছে । সেই সময় বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন তার দায়িত্ব নেয় । এদিন অন্নপ্রাশনের আয়োজন করা হয় ।