মা-হারা এক শিশু সন্তান সহ ফাইলেরিয়া রোগে আক্রান্ত কিশোরীর সমস্ত দায়িত্বভার নিল এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত

0
205

বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের তরফে মা-হারা এক শিশু সন্তান সহ ফাইলেরিয়া রোগে আক্রান্ত কিশোরীর সমস্ত দায়িত্বভার নিল এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৪ই মে।সদ্য মা হারা দেড় মাসের এক শিশু কন্যা সন্তান সহ ফাইলেরিয়া রোগে আক্রান্ত কিশোরীর পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগীতার হাত বাড়িয়ে দেবার আশ্বাস দিলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান।বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের তৃণমূল পরিচালিত এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়।স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূলের সভাপতির হাত দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র এদিন তুলে দিয়ে ঘোষণা করেন পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। পঞ্চায়েতের তরফে আগামীতে ওই দুজনের সমস্ত দায়িত্ব নেওয়া হয় তাদের তরফে।প্রধান জানালেন,মানবিকতার কারণে এমনটা করা হয়েছে।জেলা পরিষদের সদস্য প্রধানের এই উদ্যোগে দারুন খুশি।খুশি হয়েছেন সুস্থ ওই পরিবারের সদস্যরাও।সাধুবাদ জানিয়েছেন সকলেই। বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দরিদ্র দেড় মাসের শিশু ও কিশোরীর পরিবারকে আর্থিক সহযোগীতা করা সহ বিভিন্ন ধরনের খাবারের সামগ্রী তুলে দিলেন জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়ালের হাত দিয়ে।
জানা গিয়েছে,বংশীহারী ব্লকের অন্তর্গত ৩নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের হাটপুকুর এলাকার বাসিন্দা বিনয় মুর্মুর স্ত্রী ৪৪দিন আগে একটি কন্যা সন্তানের জন্মদেন।কন্যা সন্তানকে জন্ম দেওয়ার ৪৪ দিন পর বিনয় মুর্মুর স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই তার মৃত্যু হয়।মাত্র দেড় মাসের কন্যা সন্তানকে রেখে মা হারানোর ঘটনায় শোকাহত পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।অত্যন্ত দুঃস্থ পরিবারের পক্ষে মা-হারা শিশুকে লালন পালন করে মানুষ করে তুলতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তার।মা হারা দেড় মাসের কন্যা সন্তানের সমস্যার খবর পেতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই এলাকার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান। বুধবার বিকেলে জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়ালকে পাশে বসিয়ে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ঘোষণা করেন, প্রতিমাসে ওই শিশুর জন্য আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র পঞ্চায়েতের তরফে দেওয়া হবে।আগামী দু বছরের জন্য ওই শিশুর খাবারের বন্দোবস্তও থেকে শুরু করে ওষুধপত্র পঞ্চায়েতের তরফে দিয়ে সহযোগিতা করা হবে।এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামার এলাকার দরিদ্র পরিবারের মেয়ে মাধবী রায় ফাইলেরিয়া রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছুদিন আগে।সে বুনিয়াদপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।অসুস্থতার কারণে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে মধুবীর বলেও জানা গিয়েছে।পরিবারে দারিদ্রতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন মধুবী বলে জানা গিয়েছে। ওই কিশোরী ছাত্রীর চিকিৎসা সংক্রান্ত ও তার পঞ্চায়েতের তরফে মাসে খাদ্য সামগ্রী সহ ওষুধপত্রের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পঞ্চায়েতের তরফে।দরিদ্র পরিবারের শিশু ও কিশোরীদের পাশে দাঁড়ালেন তৃণমূল পরিচালিত এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত।বুধবার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত অফিসে ওই শিশু ও কিশোরীর পরিবারের হাতে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন রকমের খাবারের সামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের হাত দিয়ে।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উর্মিলা পারভিন,উপপ্রধান আতাউর রহমান,বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মজুমদার,বংশীহারী পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ,এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূলের সভাপতি খাদেমুল ইসলাম,বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সামিউন কবির সহ অন্যান্য সমাজসেবীরা।
এবিষয় জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,” দরিদ্র এক মা হারা শিশুসহ ফাইলেরিয়া রোগে আক্রান্ত কলেজ ছাত্রী কিশোরীর পাশে দাঁড়িয়েছেন এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত,যা আমাদের জেলার মধ্যে নজিরবিহীন।ধন্যবাদ জানাই পঞ্চায়েত কর্তৃপক্ষকে।তারা যাতে আগামী দিনেও এধরনের মানবিক কাজকর্মে মনোযোগী হন সেই আশায় রাখবো।”
এবিষয়ে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উর্মিলা পারভিন জানিয়েছেন,” আমাদের পঞ্চায়েতের তরফে মা-হারা এক দেড় মাসের কন্যা সন্তান সহ ফাইলেরিয়া রোগে আক্রান্ত মেয়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজকর্ম করার।যা আগামী দিনেও করে যাবো।” পঞ্চায়েতের তরফে সহযোগিতা পাওয়া ওই শিশুর বাবা বিনয় মুর্ম ও কিশোরীর মায়েরা জানিয়েছেন,”খুবই উপকার হলো আমাদের।ধন্যবাদ জানাই পঞ্চায়েতকে দুটি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ।” দুই দরিদ্র শিশু ও কিশোরীদের সহযোগিতা করাই পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা পঞ্চায়েতের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here