মালদা-শিলিগুড়ি নয়, এবার উপস্বাস্থ্য কেন্দ্রেই মিলবে চোখ আর ডেঙ্গুর চিকিৎসা!

0
72

মালদা-শিলিগুড়ি নয়, এবার উপস্বাস্থ্য কেন্দ্রেই মিলবে চোখ আর ডেঙ্গুর চিকিৎসা! বালুরঘাটের কুন্ডু কলোনির উপস্বাস্থ্য কেন্দ্রে আধুনিক যন্ত্রে নজির গড়ল শহর

বালুরঘাট, ৩১ জুলাই —–শরীরে হালকা জ্বর। চোখে অস্বচ্ছতা। আগে হলে ছুটতে হতো মালদা কিংবা শিলিগুড়ি।
এখন? পাড়ার উপস্বাস্থ্য কেন্দ্রেই মিলবে আধুনিক যন্ত্রে চোখের পরীক্ষা, এলাইজা টেস্টে ডেঙ্গু শনাক্তকরণ, এমনকি কিডনি ও মূত্রনালির রোগ চিহ্নিত করার পরিকাঠামোও।

বৃহস্পতিবার, বালুরঘাট শহরের কুন্ডু কলোনি উপস্বাস্থ্য কেন্দ্রে চালু হল এমনই এক বহুমাত্রিক চিকিৎসা পরিকাঠামো—যা এক কথায় নজিরবিহীন। রাজ্য অনুমোদিত পাঁচ লক্ষ টাকার প্রকল্পে বসানো হল একাধিক উন্নত মানের যন্ত্র—যেখানে রোগ ধরা পড়বে দ্রুত, নিখরচায়।

চোখের ছানি, কনজাংটিভাইটিস, প্রস্রাবজনিত সংক্রমণ—সবই ধরা পড়বে প্রাথমিক স্তরেই। তবে বর্ষার মুখে শহরের সবচেয়ে বড় পাওয়া, ডেঙ্গু শনাক্তকরণে এলাইজা (ELISA) মেশিন। চিকিৎসকদের মতে, জ্বরের প্রথম দিনেই রোগ শনাক্ত হলে শুরু করা যাবে তৎক্ষণাৎ চিকিৎসা।

পুরপ্রধান অশোক মিত্র স্পষ্ট করলেন, “বালুরঘাটে এই প্রথম কোনও উপস্বাস্থ্য কেন্দ্রে এমন পরিকাঠামো। এটা শুধু যন্ত্র নয়—একটা আশা, একটা নতুন ভরসা।”
চিকিৎসক ডা. পলাশ সাহা বললেন, “চোখের টেস্ট থেকে ডেঙ্গু পর্যন্ত সবটাই এখন পাড়াতেই। দ্রুত রোগ চিহ্নিত মানেই জীবনরক্ষা সহজ।”

এলাকার বাসিন্দা শেফালি মণ্ডল বলেন, “চোখে ছানি পড়েছে। ডাক্তার মালদা পাঠিয়েছিল। এখন শুনছি এখানেই হবে! বিশ্বাসই হচ্ছিল না!”

দেখতে ছোট, কিন্তু পরিকাঠামোয় বড়সড় কুন্ডু কলোনির এই উপস্বাস্থ্য কেন্দ্র। শহরের স্বাস্থ্য মানচিত্রে যোগ হল এক নতুন দিগন্ত—যার নাম, “চিকিৎসা এখন হাতের মুঠোয়”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here