মালদা,১৫ এপ্রিল : মালদা শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী। সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে পৌঁছান উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী ইশা খান চৌধুরী। গঙ্গা ভাঙ্গন, সার্বিক উন্নয়ন এবং সম্প্রীতির বার্তা দিয়ে ভোট চাইছেন তারা। কর্মী সমর্থকদের সমর্থন পেয়ে জেতার ব্যাপারে আশাবাদী তারা। ঈশা খান চৌধুরী প্রয়াত সংসদ গনি খান চৌধুরীর ভাইপো।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মালদা শহরে বিশাল মিছিল করেন দুই জোট প্রার্থী। বামপন্থী কর্মী সমর্থক এবং কংগ্রেস সমর্থকরা মিছিলে অংশ নেন। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় গান্ধী মূর্তি পাদদেশ। ভিড় সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর দুই প্রার্থী মালদা জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যান্য লোকসভা কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী ময়দানে। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবনে উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই জোট প্রার্থী মনোনয়নপত্র পেশ করেন।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর মালদা শহরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মালদা জেলার দুই লোকসভা কেন্দ্রের...