মালদায় বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের খোদ ভাইস চেয়ারম্যানের। পুরাতন মালদা পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
সম্প্রতি রাজ্যের বেশ কিছু পুরসভার পাশাপাশি মালদার পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান অপসারণ হয়েছে। নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ।
এরপরই ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকে।সেখানেই কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। মালদা থানায় অভিযোগ দায়ের ভাইস চেয়ারম্যানের। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির।
ভাইস চেয়ারম্যানের অভিযোগ, সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছে। তা অফিশিয়াল ভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল। আর সেখানেই এই কাউন্সিলর রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপরের নির্দেশে আমি মালদা থানায় অভিযোগ জানিয়েছি।
মিথ্যা ভিত্তিহীন অভিযোগ, ২০১১ সালের আগে থেকে দল করছি।যেখানে অন্যায় দেখবো প্রতিবাদ করব।পাল্টা ভাইস চেয়ারম্যানকে কটাক্ষ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের।
বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। চেয়ারম্যান যখন অপসারণ হয়েছে। সেই পুর বোর্ডের কোন গুরুত্বই নেই।সেখানে যা হবার তাই হচ্ছে। এই করতে করতে তৃণমূল দলটাই উঠে যাবে।

















