মালদায় বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জাল করায় গ্রেফতার প্রধান শিক্ষিকা
জাল সই করে লোনের আবেদন করায় গ্রেফতার প্রধান শিক্ষিকা।মালদার মানিকচকের ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।ধৃত প্রধান শিক্ষিকাকে তোলা হয় মালদা আদালতে।
জানা গিয়েছে,ওই প্রধান শিক্ষিকার নাম সুলতানা খাতুন।২০২৪ সালের নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মানিকচক চক্রের বিদ্যালয় পরিদর্শকের জাল সিল ও সই করে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন তিনি।বিষয়টি বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মন্ডল জানতে পেরেই মানিকচক থানায় সুলতানা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তার এনায়েতপুরের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। সোমবার মালদহ জেলা আদালতে তাকে তোলা হয়েছে।
যদিও সুলতান খাতুন আদালতে যাওয়ার পথে বলেন,ব্যাঙ্ক ম্যানেজার ও স্কুল এস আই জালি করে ফাঁসিয়েছে।