মালদার ব্যবসায়ী সাদ্দাম নাদাব খুনের ঘটনায় এবার অভিযুক্ত মৌমিতা নাদাবের স্বামী রহমান নাদাবকে আটক

0
420

মালদার ব্যবসায়ী সাদ্দাম নাদাব খুনের ঘটনায় এবার অভিযুক্ত মৌমিতা নাদাবের স্বামী রহমান নাদাবকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। দফাই দফাই চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন তাকে। পুলিশের অনুমান একা মৌমিতা নন এই খুনের ঘটনায় আরো এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে। এদিকে সাদ্দামের পরিবারের দাবি মৌমিতা রহমান ছাড়াও আরো অনেকে যুক্ত রয়েছে এই খুনের ঘটনায়। প্রণয় ঘটিত সম্পর্ক নিয়ে পুলিশের দাবি উড়িয়ে দিয়েছে সাদ্দামের পরিবার। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেনে খুন হতে হয়েছে সাদ্দামকে দাবি পরিবারের। মৌমিতা সাদ্দামের অধীনে কর্মরত ছিল। সাদ্দামের সমস্ত হিসেবপত্র রাখত মৌমিতা। জানুয়ারি মাস থেকে বিবাদ শুরু হয় মৌমিতা ও সাদ্দামের মধ্যে। এপ্রিল মাসে মৌমিতার বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র চলে যায় সাদ্দাম। এরপর সম্পর্কের আরও অবনতি হয়। বারবার টাকার জন্য সাদ্দাম চাপ দিচ্ছিল মৌমিতাকে বলে দাবি করেছে পরিবার। সেই কারণেই খুন হতে হয়েছে। হিসেবে প্রচুর গরমিল করেছিল মৌমিতা বলেও দাবি পরিবারের। এদিকে প্রণয় ঘটিত সম্পর্কের পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here