মালদায় বিজেপির পথ অবরোধ।
মালদার সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট গন্ধ। অতিষ্ট ইংরেজবাজার পুরো এলাকার দুই নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা। বারবার বিভিন্ন মহলে জানিও কোন লাভ হয়নি। প্রতিবাদে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ ইংরেজ বাজারের গৌড় রোডে।
বিজেপির কোন কাজ নেই আর সেই কারণেই অবরোধ করে মানুষকে হেনস্তা করছে।
মুরগির খামরের গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ .
শাসক দল বিজেপি উভয় শিকার করেছিলেন সমস্যা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে মানুষকে নিয়ে আন্দোলনের নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।