মালদহ ঃ মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বিজেপি কর্মী বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ ছেলে এবং ছেলের বৌ মিলিতভাবে এই খুন করে ঝুলিয়ে দিয়েছে। ঘরের বাইরে থেকে দরজাতে তালা মারা ছিল । ছেলে বিপ্লব মুর্মু পলাতক। বিপ্লবের স্ত্রী শর্মিলা মুর্মু এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী ছিল কিন্তু বিজেপির কাছে হেরে যায়। গ্রামবাসীদের অভিযোগ এই পরাজয় মেনে নিতে পারেনি পুত্রবধু শর্মিলা মর্মু। গ্রামের লোকেরা মৃতদেহ আটকে রেখেছে অভিযুক্ত ছেলে বিপ্লব মুর্মুকে পুলিশ যতক্ষণ গ্রেফতার না করবে ততক্ষণ পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে দিবেনা গ্রামবাসীরা। ঘটনাস্থলে বামনগোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। গ্রামে উত্তেজনা রয়েছে
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মালদহ জেলার বামনগোলা থানার মদনাবতী অঞ্চলের বিজেপি কর্মী বুরান মুর্মুর ঝুলন্ত মৃতদেহ...