মালদা:– মালদহে আদিবাসী মহিলাকে গণধর্ষণ। যৌন হেনস্তার শিকার ধর্ষিতার বোন। মালদহের হবিবপুরের মঙ্গলপুরা পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনায় ধৃত এক যুবক। আরও চার যুবকের খোঁজে তল্লাশি পুলিশের। ঘটনার তদন্তে এলাকায় মালদহের পুলিশ সুপার অলোক রাজরিয়া। গতকাল রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন দুই বোন। সেই সময় রাস্তার ধারে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনায় শৈলেন সোরেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে দুইজন গণধর্ষণে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হচ্ছে জানালেন মালদার পুলিশ সুপার।

মালদহের হবিবপুরের গণধর্ষণের শিকার নির্যাতিতা যুবতীর মায়ের মৃত্যু হল। মেয়েদের ওপর নির্যাতনের খবর পাওয়ার পর দুপুরে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ দুই বোন।