মানসিক ভারসাম্যহীন ভাবে ঘুরে বেড়ানো এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন।

0
211

শীতল চক্রবর্তী,তপন,19 জুন,দক্ষিণ দিনাজপুর:-মানসিক ভারসাম্যহীন ভাবে ঘুরে বেড়ানো এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন।

রবিবার সকালে ঝাড়খণ্ড থেকে ওই যুবকের পরিবারের লোকজন আসলে তার হাতে যুবককে তুলে দেওয়া হয়। জানা যায় ওই যুবকের নাম প্রদীপ কুমার যাদব, বাবার নাম মুরলী ধর মাহাতো। বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর জেলায়। জানা যায়, ওই যুবক কোচবিহারে কাজ করতেন। কাজে থাকা কালীন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ওই যুবক এবং সেখান থেকে পালিয়ে যায়।

শুক্রবার তপন থানার রামপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন ভাবে ওই যুবককে ঘুরে বেড়াতে দেখেন বিশ্বজিৎ বর্মন নামে রামপুর এলাকার স্থানীয় এক বাসিন্দা। এরপর ওই যুবকের পরিবারে এবং রামপুর ফাঁড়ির পুলিশ প্রশাসনকে খবর দেন তিনি। রামপুর ফাঁড়ির পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে। রবিবার পরিবারের লোকজন আসলে তাদের হাতে যুবককে তুলে দেওয়া হয়। ওই যুবকের বাবা জানিয়েছেন এর আগেও এরকম মানসিক ভারসাম্য হারিয়েছিলেন ওই যুবক।

এদিন ছেলেকে ফিরে পেয়ে পুলিশ প্রশাসন এবং বিশ্বজিৎ বর্মন কে ধন্যবাদ জানিয়েছেন মুরলী বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here