জলপাইগুড়ি:- মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাতিল অথবা পিছানোর দাবিতে ফের জেলা বিদ্যালয় পরিদর্শক করনের সামনে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। শুক্রবার জলপাইগুড়ি শহরের বেশ কিছু দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা জেলা বিদ্যালয় পরিদর্শক করণে এ নিয়ে বিক্ষোভ দেখায়। ছাত্র ছাত্রীদের বক্তব্য, যেহেতু এতদিন পরে বিদ্যালয় খুলেছে, টেস্ট পরীক্ষার যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। স্কুল বন্ধ ছিল, অনেকের মোবাইল না থাকায় অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি বলে অভিযোগ। তাই পরীক্ষা বাতিল করতে হবে। ছাত্র-ছাত্রীদের একাংশ আবার পরীক্ষা পিছনোর দাবিও করে। এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) বালিকা গোলে বলেন, সরকারি নিয়মে এ মাসের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরীক্ষা পিছানোর বিষয়টি স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তবে পরীক্ষা বাতিল হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে চান নি। তিনি বলেন, এটি বোর্ডের সিদ্ধান্ত।
Home বাংলা উত্তর বাংলা মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাতিল অথবা পিছানোর দাবিতে ফের জেলা বিদ্যালয় পরিদর্শক করনের...