তপনের মাঝিখন্ডায় মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ত্বৈবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশনস।
শনিবার বিকেলে তপন ব্লকের দ্বীপখন্ডা অঞ্চলের মাঝিখন্ডায় অবস্থিত ত্বৈবা গার্ডেন মেইন ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেখানে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তৈবা গার্ডেন গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর ডিরেক্টর হাজী জুহেরুদ্দিন নুরানী, জয়েন্ট ডিরেক্টর শরীফ নুরানী, জেনারেল ম্যানেজার মোঃ আলী নুরানী সহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য বিশিষ্টজনরা।
এদিনের অনুষ্ঠান মূলত ২০২২ এর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিকের পর আগামীতে কোন পথে শিক্ষার্থীরা পরিচালিত হবেন সে বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পরামর্শ এবং আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন জেলা শাসক, তপন ব্লকের বিডিও সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনরা।
পাশাপাশি এবছর মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ত্বৈবা গার্ডেন স্কুলের পক্ষ থেকে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানের...