উত্তর দিনাজপুর:-মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সের কৃতীদের সংবর্ধনা প্রদান করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। এদিন শহরে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের মেধা তালিকায় স্থানাধিকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে উল্লেখযোগ্য স্থানাধিকারী জেলার ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। তাদের হাতে ফুল, মিষ্ট, স্মারক সহ একাধিক উপহার সামগ্রী তুলে দেন মোহিত সেনগুপ্ত। ভবিষৎ জীবনে সকলের সাফল্য কামনা করেছেন তিনি।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সের কৃতীদের সংবর্ধনা প্রদান করলেন উত্তর দিনাজপুর জেলা...