মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

0
58

মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, উত্তপ্ত গঙ্গারামপুরের আবাসকুড়ি এলাকা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৮ জুলাই: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আসন্ন মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব।গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আবাসকুড়ি হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার মনোনয়ন পত্র তৃণমূলের দুপক্ষ পৃথক দুই দিনে জমা দেওয়ার সময় এই গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা স্পষ্ট হয়।
জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডলের নেতৃত্বে প্রার্থী তালিকা ঘোষণা ও মনোনয়নপত্র জমা দেওয়া হয় কিছুদিন আগে। তার পালটা হিসেবে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের ঘনিষ্ঠ গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকারের নেতৃত্বে তৃণমূলের ওপর গোষ্ঠী বৃহস্পতিবার পৃথকভাবে ১৫জন প্রার্থীদের মনোনয়ন জমা দেয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ঘটনাস্থল আবাসকুড়ি হাই মাদ্রাসায় ওইদিন তীব্র উত্তেজনার আশঙ্কা তৈরি হয়। যার ফলে পুলিশ মোতায়েন করতে হয়। সূত্রের খবর, এখনো পর্যন্ত মোট ১৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন যা তৃণমূল সমর্থিত দুটি পক্ষের।নির্বাচন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুমারগঞ্জে বিধায়ক তোরাব হোসেন মনোনীত প্রার্থীরা হলেন,পুরুষ প্রার্থী:নুর ইসলাম (হরিহরপুর),রাজু সরকার (ভাদ্রা),আকতারুল হোসেন (রতিনাথপুর),মিজানুর রহমান,(রতিনাথপুর),সিরাজুল ইসলাম(বেলস্থলী-মুশিপুকুর),মহিলা প্রার্থী: রেবিনা বিবি (বেলস্থলী) নমিনেশন পেপার জমা দেন।
অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল ঘনিষ্ঠ শঙ্কর সরকার ও বাসুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সাহেব সরকারের নেতৃত্বে ৬টি কেন্দ্রের জন্য বৃহস্পতিবার ৯জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।যদিও তাদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
এপ্রসঙ্গে বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডল জানান, “এলাকার সমস্ত তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে আলোচনা করেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।পরবর্তীতে কী হয়েছে,তা দেখা হবে।”
তবে শঙ্কর সরকারের বক্তব্য, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই আমরা প্রার্থী দিয়েছি।কে কার সঙ্গে আলোচনা করেছে, সেটা নিয়ে আমি কিছু বলতে পারব না।” গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন,”নমিনেশন পত্র জমা নিয়ে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। শান্তিপূর্ণভাবেই নমিনেশন জমা হয়েছে।”
২১জুলাই শহীদ দিবসের আগে তৃণমূলের অভ্যন্তরীণ এই কোন্দল প্রকাশ্যে আসায় দলের অন্দরে ও জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গোষ্ঠীদ্বন্দ্ব দলের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামোতে বড় প্রভাব ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here