উত্তর দিনাজপুর:-মাদ্রাসায় চুরির ঘটনায় দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ভোগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দারা হেমতাবাদের ভোগ্রাম এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে হেমতাবাদ বিশাল পুলিশবাহিনী পৌঁছে দুস্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় ঘন্টা দুয়েক পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

গত রবিবার হেমতাবাদ থানার ভোগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় চুরি করে দুস্কৃতীরা। মাদ্রাসার মাইক সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলালায়। ইতিমধ্যেই মাদ্রাসায় চুরির ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। কিন্তু আজও দুস্কৃতীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভোগ্রাম গ্রামের বাসিন্দারা। বুধবার হেমতাবাদের ভোগ্রাম এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে মাদ্রাসায় চুরির ঘটনার জড়িত দুস্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। অবরোধস্থলে হেমতাবাদ থানার পুলিশ পৌঁছে দুস্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।