আলিপুরদুয়ার। মাদারিহাটের পূর্ব খয়েরবাড়িতে প্রবল বৃষ্টির মধ্যে একটি পূর্ণ বয়স্ক মাদি হাতির বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রাত আনুমানিক বারোটা নাগাদ এক সুপারি বাগানে হাতি হামলা করেছিল, ওপরে ছিলো হাইটেনশন লাইন, একটি সুপারি গাছও জ্বলে যায়, বনকর্তাদের প্রাথমিক অনুমান, ওই সুপারি গাছেের সংস্পর্শে এসেই বিপত্তি ঘটে। ঘটনাস্থলে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাদারিহাটের খয়েরবাড়িতে প্রবল বৃষ্টির মধ্যে একটি পূর্ণ বয়স্ক হাতির বিদ্যুৎপৃষ্ঠ হয়ে...