পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জুলাই ——-লকডাউনের কঠোরতা কমলেও, মাস্ক পরা বাধ্যতামূলক করতে রাস্তায় নামলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের বেশকিছু এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। ডিএসপি সদর সোমনাথ ঝা এর নেতৃত্বে এদিন এই অভিযানে হাজির ছিলেন বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ বিরাট পুলিশ বাহিনী।

কারো পকেটে, কারো মাথার উপরে আবার কারো বা গলার নীচে ঝুলছে মাস্ক। করোনার লকডাউনের বিধিনিষেধ কমতেই বালুরঘাট শহরজুড়ে এখন এমন চিত্রই সর্বত্র। কেউ কেউ আবার মাস্ক না পড়েই আপন খেয়ালে ঘুরছেন। আর এতেই যেন কিছুটা ঘুম উড়েছে প্রশাসনের। করোনা সংক্রমণ থেকে বাচতে মাস্ক পড়া যে একপ্রকার বাধ্যতামূলক, দীর্ঘ কয়েকদিন ধরে তার সচেতনতার প্রচার চালায় পুলিশ। কিন্তু তাতে কাজ না হওয়ায় এদিন দুপুর থেকে লাঠি হাতে রাস্তায় নামতে দেখা যায় পুলিশকে । আর তাদের দেখতেই কেউ পকেট থেকে আবার কেউ বা মাথার উপর থেকে নামিয়ে মুখে লাগান মাস্ক।

চলে ধড়পাকড়, লাগানো হয় সপাটে চড়ও। বৃহস্পতিবার দুপুর থেকে এমনই চিত্রর দেখা মেলে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া, ডানলপ মোড় ও সাড়ে তিন নম্বর মোড় এলাকায়। ঘটনায় আটক করা হয়েছে সাতজন পথচলতি মানুষকেও।ডিএসপি সদর সোমনাথ ঝা ও আইসি অসীম গোপ এর নেতৃত্বে এদিন এমন অভিযানে বেশকিছু ভ্যানচালক ও রিক্সাচালকদের মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। করোনার মহামারী রোধে কঠোর হাতে শহরবাসীকে মাস্ক পড়ানোর এমন পুলিশি প্রচেষ্টাকে স্বাদুবাদ জানিয়েছেন অনেকেই।
ডিএসপি সদর সোমনাথ ঝা জানিয়েছেন, লকডাউনে শিথিলতা আসলেও মাস্ক সকলকেই পড়তে হবে। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে শহরজুড়ে তাদের অভিযান অব্যাহত থাকবে।